![সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ী মধুসূদনের জাসদে যোগদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bbbbbbbbbbb_136239.jpg)
সিরাজগঞ্জ, ২১ এপ্রিল এবিনিউজ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ওষুধ ব্যবসায়ী মধুসূদন হালদার জাসদে যোগদান করেছেন। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জাসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যোগদান করেন।
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম শান্তা, জেলা জাসদের সহ-সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য আবু বকর ভূইয়াঁ, জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক তুহিন, নারী জোটের নেত্রী নাছিমা জামান, বেলকুচি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক প্রিন্স, সিরাজগঞ্জে জাসদের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবা অধিদপ্তরের সাবেক ডিডি গোলাম মোস্তফা কামাল বকুল, রায়গঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আতিক মাহমুদ আকাশসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা