![আমেরিকা প্রকারান্তরে জেনেভা শান্তি আলোচনায় বোমা মেরেছে: রাশিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/lavrov_136242.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা সম্প্রতি সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়ে প্রকারান্তরে জাতিসংঘ-সমর্থিত জেনেভা শান্তি আলোচনায় ‘বোমা হামলা’ চালিয়েছে।
তিনি শুক্রবার মস্কোয় জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরার সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, “আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন গত ১৪ এপ্রিল শুধু সিরিয়ার কথিত রাসায়নিক অবস্থানে হামলা চালায়নি সেইসঙ্গে জাতিসংঘ-সমর্থিত জেনেভা শান্তি আলোচনায় বোমাবর্ষণ করেছে।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিরিয়ার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে প্রকৃত সংলাপ আয়োজনের মাধ্যমে আমরা জেনেভা শান্তি প্রক্রিয়া আবার শুরু করার কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। সিরিয়ার সাংবিধানিক সংস্কার নিয়ে মূলত এ আলোচনা হওয়ার কথা ছিল।”
ল্যাভরভ বলেন, সিরিয়া যখন একটি শান্তিপূর্ণ ভবিষ্যত বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সে মুহূর্তে তিন পশ্চিমা শক্তি দেশটিতে হামলা চালিয়েছে।
রাশিয়া, ইরান ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠীগুলো কাজাকিস্তানের রাজধানী আস্তানায় কয়েক দফা শান্তি সম্মেলনে যোগ দিয়েছে। ওই সম্মেলনের জের ধরে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধবিরতি এলাকা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে যার ফলে দেশটির সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে যখন জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া বিষয়ক ধারাবাহিক শান্তি আলোচনা চলছিল তখন আস্তানা সম্মেলনে অনুষ্ঠিত হয়। তবে গত পাঁচ বছর ধরে জেনেভা বৈঠক চললেও সেখান থেকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি।
এবিএন/জনি/জসিম/জেডি