বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী নাজিম গ্রেফতার

লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী নাজিম গ্রেফতার

লক্ষ্মীপুর, ২১ এপ্রিল এবিনিউজ: লক্ষ্মীপুরের রায়পুরে মাদক, অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে উপজেলার চরমোহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার নিকট থেকে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানান, গ্রেফতারকৃত নাজিম রায়পুরের চরমোহনা এলাকার চন্নু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। এছাড়াও নাজিম একাধিক মামলার আসামি ছিলেন।|

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজিজুর রহমান মিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিনকে একটি এলজি, তিন রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

নাজিম রায়পুরে শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হিসেবে পরিচয় রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত