শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কমলনগরে টেন্ডার ছাড়া সড়কের গাছ কেটে আত্মসাতের অভিযোগ

কমলনগরে টেন্ডার ছাড়া সড়কের গাছ কেটে আত্মসাতের অভিযোগ

কমলনগরে টেন্ডার ছাড়া সড়কের গাছ কেটে আত্মসাতের অভিযোগ

লক্ষ্মীপুর, ২১ এপ্রিল এবিনিউজ: লক্ষ্মীপুর জেলার কমলনগর তোরাবগন্জ ইউনিয়নের রহিমগঞ্জ বাজার সংগ্লন সড়কের পাশে সরকারী গাছ কাটে স্থানীয় প্রভাবশালী ও বন বিভাগের লোক।

আজ শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের পাশের দুইটি গাছ সহ ঝড়ে ঢলে পড়া কয়েকটি গাছ শ্রমিক দিয়ে কাটাছেন স্থানীয় বন বিভাগের কর্মকর্তা পারভেজ আহম্মদ, ওই সড়কের গাছ পাহাদার সাবেক ইউপি সদস্য শাহজান, স্থানীয় নুরুজ্জামান পাটওয়ারী সহ কিছু শ্রমিক।

এসময় বন কর্মকর্তা পারভেজ আহম্মদ বলেন ঝড়ে কিছু গাছ মানুষের ঘরের উপর পড়লে গাছগুলো কাটানোর জন্য আমাদের কাছে লিখিত আবেদন করলে ও স্থানীয় ইউ পি চেয়ারম্যান ও মেম্বারের অনুরোধে গাছ কাটার জন্য শ্রমিক নিয়োগ করি।

কাটার পর গাছের গুটি গুলো কি করবেন জানতে চাইলে বলেন যে শ্রমিকের বেতন দিয়ে আর কত টাকা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে শাহজান প্রথমে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন আমাদের এলাকার গাছ আমরা মালিক আমরা গাছ কাটিয়ে নেব আপনাদের সমস্যা কি আমরা স্থানীয় চেয়ারম্যানের অনুমতি নিয়ে গাছ গুলো কাটা হচ্ছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে ওখানে থাকা নুরুজ্জামান পাটওয়ারী এর আগেও সরকারী গাছ কাটা মামলায় জেল খেটেছেন।

আরো জানা যায় সরকারী গাছ গুলো কেটে বন বিভাগের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে বিক্রি করে দেয় তারা।এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনের মতামত জানার জন্য একাদিকবার মোবাইল করা হলে তার মোবাইলে কল হলেও রিসিভ হয়নি।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত