![ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_136248.jpg)
ইন্দুরকানী (পিরোজপুর), ২১ এপ্রিল এবিনিউজ: ইন্দুরকানীতে ৭৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার । গতকাল শুক্রবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এ এস আই মো. হেলাল ও এ এস আই হুমায়নের নেতৃত্বে চন্ডিপুর গ্রামের আঃ সালাম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার(৩২) কে ৭৪ পিস ইয়াবা সহ আটক করে ইন্দুরকানী থানা পুলিশ ।
এ ব্যাপারে ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ৭৪ পিস ইয়াবা সহ রাজুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছেু।
এবিএন/নাইম খান/জসিম/তোহা