![চট্টগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ খুন: স্বামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_136249.jpg)
চট্টগ্রাম, ২১ এপ্রিল এবিনিউজ: চট্টগ্রামে যৌতুকের দাবীতে রোকেয়া বেগম নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর গৃহবধূর ভাই মহিউদ্দিন বাদি হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ নিহত গৃহবধুর স্বামী মো. পারভেজকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন জানান, শুক্রবার রাতে ফোনে খবর পেয়ে চূড়ামনি গ্রাম থেকে গৃহবধূ রোকেয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, শুক্রবার রাতেই যৌতুকের দাবীতে শ্বশুড়বাড়ির লোকজন শ্বাসরোধ করে তার বোনকে হত্যা করেছে মর্মে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই মহিউদ্দিন। এদিকে মামলার প্রেক্ষিতে শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনির দূর্গম পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী পারভেজকে গ্রেফতার করার কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মো. গোলাম কিবরিয়া।
তিনি বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতার আসামী পারভেজকে রবিবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা কিবরিয়া।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা