বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • কলকাতার দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাঞ্জাব

কলকাতার দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাঞ্জাব

কলকাতার দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাঞ্জাব

ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : টানা দুই ম্যাচে জয়ের পর আইপিএলে শনিবার কিংস ইভেলেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দুই বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল আর প্রিতি জিনতার দলের লড়াই। সেটিও আবার ইডেন গার্ডন্সে। ম্যাচটির আকর্ষণ তাই আকাশচুম্বী। আর এই ম্যাচে আগে ব্যাট করে প্রিতির পাঞ্জাবকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে শাহরুখের কেকেআর।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু দিনের প্রথম ম্যাচে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা।

এদিন ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নেমে সুনিল নারিন খুব বেশি সুবিধা করতে পারলেন না। ব্যক্তিগত ১ রান করেই বিদায় নেন। কেকেআরের রান তখন ৬। এরপর রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন লিন। উথাপ্পা ২৩ বলে ১ ছক্কা ও ৫ চারে ৩৪ রান করে ফিরেন।

তবে লিন উইকেটে পড়ে থেকে তাণ্ডব চালালেন পাঞ্জাব বোলারদের ওপর। আগের দুই ম্যাচের ম্যাচ সেরার পুরস্কার পাওয়া নিতিশ রানা ৩ রানের বেশি করতে পারলেন না। দিনেশ কার্তিক লিনের সঙ্গে যোগ দিলেন চতুর্থ উইকেটে। এই জুটি ৬২ রান করে। লিন ৪১ বলে ৪টি ছক্কা ও ৬ চারের সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলেছেন। কার্তিক ২৮ বলে ৬টি চারের সাহায্যে করেছেন ৪৩ রান।

কেকেআরের স্কোরটা আরো বড় হতে পারত। শেষ দুই ওভারে ২ উইকেট হারিয়ে দলটি যোগ করে মাত্র ১১ রান। পাঞ্জাবের পক্ষে বারিন্দর স্রান ও আন্দ্রে টাই নিয়েছেন সর্বোচ্চ ২টি করে উইকেট। এর আগে ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে কলকাতা। এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক জয় পাঞ্জাবের।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত