![জামালপুরে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/jamalpur_abnews24 copy_136257.jpg)
জামালপুর, ২১ এপ্রিল এবিনিউজ: জামালপুরে নকল সরবরাহের দায়ে কক্ষ পরিদর্শক নজরুল ইসলামকে দু বছরের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বাংলা ১ম পত্র আলিম পরীক্ষা চলাকালে বেলটিয়া আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষক নজরুল ইসলামকে এই কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নজরুল ইসলাম।
দ-প্রাপ্ত নজরুল ইসলাম জামালপুর সদর উপজেলার শৈলেরকান্দা মাদরাসার শিক্ষক।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা