ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : ফের মাথা চাড়া দিয়ে উঠেছে পিএসজি ছেড়ে নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন। স্পেনের পত্রপত্রিকা গুলোতে গত দু-তিন দিন ধরেই ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, পিএসজিতে নেইমারের রিলিজ ক্লজ ৩০০ মিলিয়ন ইউরো। এই পুরো টাকা দিয়েই ব্রাজিলিয়ান তারকাকে কিনতে যাচ্ছে রিয়াল।
ক্রমাগত এই গুঞ্জনে পিএসজিতেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে খবর। সেই অস্থিরতা ঢাকতেই নেইমারের রিলিজ ক্লজের গুঞ্জনটি উড়িয়ে দিল পিএসজি। ফরাসি ক্লবাটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই! শুধু পিএসজি নয়, ফ্রেঞ্চ লিগ ওয়ানও তাদের সঙ্গে সুর মিলিয়ে জানিয়ে দিয়েছে, আসলেই নেইমারের চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই। ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের গুঞ্জনটি ভুয়া!
পিএসজির প্রেসিডেন্ট দিদিয়ের কুইত স্পষ্ট করেই জানিয়েছেন, ‘তার চুক্তিটা লিগ, ক্লাব এবং অফিসিয়ালভাবে লিপিবদ্ধ হয়েছে। তার চুক্তিতে কোনো বাই-আউট ক্লজ বা রিলিজ ক্লজ নেই। ফ্রেঞ্চ লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের চুক্তিতে রিলিজ ক্লজ থাকা বেআইনী।’
রিলিজ ক্লজের গুঞ্জনটিকে ভুয়া দাবি করলেও, নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনের গায়ে অবশ্য ‘ভুয়া’র মোড়ক লাগাতে পারেনি পিএসজি। কারণ, রিয়াল যে নেইমারকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা পিএসজি ভালো করেই জানেন। গত মাসে দুই দলের চ্যাম্পিয়ন্স লিগ দ্বৈরথের সময় রিয়ালের প্রতিনিধি দল সরাসরিই নেইমারের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলেছে পিএসজি কর্তাদের সঙ্গে।
পিএসজি এটাও জানে, নেইমারকে তলেতলে উসকানি দিচ্ছে রিয়াল। দেখাচ্ছে নানা রকম টোপ-প্রলোভন। রিলিজ ক্লজের গুঞ্জনটি উড়িয়ে দিয়ে পিএসজি তাই রিয়ালকে বার্তা দিয়ে রাখল, নেইমারকে লোভ-প্রলোভন দেখিয়ে লাভ নেই! নেইমারকে নিতে হলে যোগাযোগ করতে হবে ক্লাব পিএসজির সঙ্গে।
পিএসজিতে নেইমারের রিলিজ ক্লজ যে নেই, সেটা নেইমারের আইনজীবীও এর আগেই নিশ্চিত করেছেন। এখন প্রশ্ন হলো, রিলিজ ক্লজই যার নেই, তাকে পিএসজি ধরে রাখবে কিভাবে? কিসের ভিত্তিতে ফরাসি ক্লাবটি নেইমারকে ধরে রাখতে এতোটা আত্মবিশ্বাসী?
কারণটা জানা গেল এবার। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির বাঁধনটা রিলিজ ক্লজের চেয়েও শক্ত। সেই বাঁধনটা হলো সমঝোতার, ঐকমত্যের। চুক্তিতে উল্লেখ আছে, চুক্তির মেয়াদ শেষের আগেই অন্য কোনো ক্লাবে যেতে চাইলে ক্লাব পিএসজির সঙ্গে সমঝোতা করেই যেতে হবে নেইমারকে। ক্লাবের সম্মতি ছাড়া কোথাও যেতে পারবেন না!
রিলিজ ক্লজ থাকা মানেই খেলোয়াড় এক দিক থেকে স্বাধীন। কোনো ক্লাব রিলিজ ক্লজের পুরো টাকা দিয়ে কোনো খেলোয়াড়কে নিতে চাইলে সেই ক্লাবের আর কিছুই করার থাকে না। গত গ্রীষ্মে যেমন অনিচ্ছা সত্ত্বেও নেইমারকে বিক্রি করতে বাধ্য হয় বার্সেলোনা। কারণ, পিএসজি রিলিজ ক্লজের পুরো ২২২ মিলিয়ন ইউরো দিয়েই নিয়ে আসে নেইমারকে।
কিন্তু নেইমারের চুক্তিতে যে সমঝোতা বা ঐকমত্যের বাঁধন, তা টাকা দিয়ে ছিঁড়ে ফেলা সম্ভব নয়। সেই বাঁধন ক্লাবের সঙ্গে আলোচনা করেই খুলতে হবে। নেইমারকে কিনতে হলে রিয়ালকেও তাই সবার আগে রাজি করাতে হবে পিএসজিকে। পিএসজি বেঁকে বসলে নেইমারকে ‘হ্যাঁ’ করিয়েও কোনো লাভ হবে না। তা তাকে যতই প্রলোভন দেখাক। কোথাও যেতে চাইলে নেইমারকেও সবার আগে ‘হ্যাঁ’ করাতে হবে ক্লাব পিএসজিকে।
পিএসজির কাতারি সভাপতি নাসের আল খেলাইফি জানু ব্যবসায়ী। ব্যবসায়িক চুক্তির মারপ্যাচগুলো খুব ভালো বুঝেন। এখন দেখা যাচ্ছে, ফুটবলারদের দলবদল চুক্তির মারপ্যাচও খুব ভালো বুঝেন।
এবিএন/জনি/জসিম/জেডি