![গফরগাঁওয়ে কালবৈশাখ ঝড়ে ব্যাপক ক্ষতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/jhor_abnews_136263.jpg)
গফরগাঁও (ময়মনসিংহ), ২১ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার সকালে উপজেলার দুটি ইউনিয়নের বেশ কিছু এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় ভবন, ব্যাবসা প্রতিষ্ঠান, আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পসহ কাঁচা-আধা পাকা ঘর বাড়ি ও উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, আজ শনিবার সকালে উপজেলার দঙ্গিন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে টাঙ্গাব ইউনিয়নের উত্তর টাঙ্গাব, দক্ষিণ টাঙ্গাব, পাঁচাহার, ছাপিলা, বাশিয়া এবং দত্তেরবাজার ইউনিয়নের মলমল, দীঘলবাগ, দত্তেরবাজার ও বিরই গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে টাঙ্গাব আলতাফ গোলন্দাজ আশ্রয়ন প্রকল্পের আধা-পাকা দুইটি সেড ঘর মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এতে ১০টি পরিবার আশ্রয়হীন হয়ে পরেন।দুবাশিয়া বাজার মার্কেটের সেট ঘরের উপর বিশাল একটি কড়ই গাছ উপড়ে পরে মুদি দোকান, ফটোকপির দোকান ও একটি ফার্মেসী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ও বাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নেয়। বিদ্যুৎ লাইনের উপর গাছ আছড়ে পরে বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি