শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নিদাহাস ট্রফি: শ্রীলঙ্কার লাভ ৯৪০ মিলিয়ন রুপি!

নিদাহাস ট্রফি: শ্রীলঙ্কার লাভ ৯৪০ মিলিয়ন রুপি!

ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : দেশের মাটিতে নিদাহাস ট্রফির ফাইনালে শ্রীলঙ্কা উঠতে না পারলেও দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) দু’হাত ভরেই এসেছে। টুর্নামেন্ট থেকে এসএলসি'র লাভের পরিমাণ এত যে এটি বোর্ডটির আয়োজনে সবচেয়ে লাভজনক টুর্নামেন্টের তালিকায় চলে এসেছে।

শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট থেকে ১৯৫ মিলিয়ন রুপি লাভের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ঠেকেছে ৯৪০ মিলিয়ন রুপিতে! সেজন্যই শুক্রবার এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা ২০১৮ সালের নিদাহাস ট্রফিকে শ্রীলঙ্কায় সফলতম ত্রিদেশীয় সিরিজ হিসেবে ঘোষণা করেছেন, 'এটি ছিল শ্রীলঙ্কায় আয়োজিত তিন জাতি ক্রিকেট সিরিজগুলোর মধ্যে সফলতম।'

টুর্নামেন্ট থেকে ১.৩৮ বিলিয়ন রুপি আয় হয়েছিল। যার ১.২৬ বিলিয়ন এসেছে আন্তর্জাতিক প্রচারস্বত্ত্ব ও স্পনসরশিপ থেকে। টিকেট বিক্রি থেকে এসেছে ৮০ মিলিয়ন রুপি। অথচ এসএলসি ধারণা করেছিল মোট ৬৫০ মিলিয়ন রুপি আয় হতে পারে।

তাহলে বলা যায়, মুশফিক-অপুদের নাগিন ড্যান্স শুধু দর্শকদের বিনোদন দিয়ে বিখ্যাত হয়ে ক্ষান্ত থাকেনি। এসএলসি'র পকেটেও বড় অঙ্কের অর্থ প্রবেশ করতে ভূমিকা রেখেছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত