![‘ভাবছি, গেইল ব্যাঙ্গালুরুতে থাকলে কী যে হতো’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/gayle-gambir_136268.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : চেনা রূপে ফিরে ব্যাটিং দানব গেইল এবার খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবে।পরপর দুই ম্যাচে খেলেছেন বিধ্বংসী ইনিংস। আইপিএলের ১১তম আসরে নিজের প্রথম ম্যাচে করেছেন ৬৩ রান। দ্বিতীয় ম্যাচে ১০৪। কিন্তু যদি ব্যাঙ্গালুরুতে থাকতেন? তবে আজ গৌতম গম্ভীরের দলের উপর দিয়ে কী ঝড়টাই না বয়ে যেত। অন্তত গম্ভীর তো সেই ভয় করছেন। তিনি বলেছেন, 'আমি ভাবছি ক্রিস গেইল ওদের দলে থাকলে কী যে হতো?
সাত বছর কলকাতা খেলার পর গম্ভীর এবার ফিরেছেন নিজের শহরের দল দিল্লি ডেয়ারডেভিলসে। আজ রাত সাড়ে আটটায় দ্বিতীয় ম্যাচে দিল্লি খেলবে কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মাঠে। ম্যাচের আগের দিন টাইমস অব ইন্ডিয়ায় লেখা এক কলামে অনেক কথা বলেছেন গম্ভীর। এরমধ্যে সমর্থকদের জন্য চেন্নাই এবং রাজস্থানের বিশেষ নজর রাখার কথা বলেছেন তিনি। ব্যাঙ্গালুরুর সমর্থকদের করেছেন বিশেষ প্রশংসা।
গম্ভীর বলেন, 'আমার মাঝেমাঝেই মনে হয়েছে, দলগুলো সমর্থকদের কথা ভুলে গেছে। নয়তো নিজেদের সুবিধার জন্য সমর্থকদের ব্যবহার করা হয়েছে। তাদের কিছু সুবধা দেওয়ার দিকে নজর দেওয়া উচিত। এই যেমন-টিকিট পাওয়া, টিকিটের দামটা নাগালের মধ্যে করা, পার্কিং লট, স্টেডিয়ামে ঢোকার সুবিধা, নারীদের আলাদা বসার জায়গা, চিকিৎসার সুবিধা ইত্যাদি। এছাড়া স্টেডিয়ামে তাদের পছন্দমত সিট, বাথরুম এবং খাবার পানির দিকে অনেক বেশি নজর দেওয়া উচিত।'
'ক্রিকেট খেলা টিভিতে দেখাতে হচ্ছে এবং দলগুলোর লাভের বড় অংশ আসে সেখান থেকে। তার মানে ক্রিকেটাররা ফাঁকা মাঠে খেলবে এমন তো নয়', যোগ করেন গম্ভীর। তিনি বলেন, 'চেন্নাই সমর্থকদের পুনের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলা দেখাতে একটা চার্টার্ড ট্রেনের ব্যবস্থা করে ফেলল। কারণে চেন্নাইয়ের সমস্ত হোম ম্যাচ পুনেতে সরিয়ে নেওয়া হয়েছে।'
এছাড়া সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গম্ভীর বলেন, 'তাদের যাতায়াত, খাবার, ম্যাচ টিকিট, থাকার জায়গার ব্যবস্থাও করেছে সিএসকে টিম ম্যানেজমেন্ট।' এ সময় তিনি ব্যাঙ্গালুরু সমর্থকরাও দারুণ বলে মন্তব্য করেন। আর তাই কোহলি-ভিলিয়ার্সের পাশাপাশি তাদের সমর্থকদেরও সামলাতে হবে মনে করেন। আরসিবি কোহলি এবং ভিলিয়ার্সের ওপরে নির্ভর করবে বলে মনে করেন সাবেক কলকাতা অধিনায়ক। তিনি বলেন, 'আমি ভাবছি, ক্রিস গেইল ওদের দলে থাকলে কী যে হতো? ইউনিভার্স বস তো বৃহস্পতিবার রাতটা একাই মাতিয়ে দিল।'
এবিএন/জনি/জসিম/জেডি