![বাতাসে উড়ে গেল ডাকাতির অর্থ! (ভিডিও)](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/manchester-robbing_136274.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : অপকর্মের ফল হাতেনাতেই পেল ডাকাত। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেষ্টারে সিসি ক্যামেরায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বাতাসের মধ্যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন। আর তার প্যান্টের ভেতর থেকে তাড়া তাড়া নোট বের হয়ে বাতাসে উড়ে যাচ্ছে।
অর্থ হারিয়েও লোকটির মধ্যে তেমন একটা উদ্বেগ দেখা যায় না। অবশ্য রাস্তায় ছড়িয়ে যাওয়া টাকা উঠিয়ে নেয়ার আংশিক চেষ্টা করে ওই ব্যক্তি। তবে সেই চেষ্টা যে আন্তরিক, তা কখনোই বলা যাবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, গ্রেটার ম্যানচেষ্টারের ড্রইসডেন’এর ঘটনাটি বেশ কিছুদিন আগের। সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ ভিডিওটি প্রথম তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সাইটে প্রকাশ করে। বর্ণনায় যা উঠে এসেছে তা হচ্ছে, দুই ডাকাত ড্রইসডেনের এক ট্র্যাভেল এজেন্সি থেকে জোর করে বেশ কিছু অর্থ হাতিয়ে নেয়। এরপর দ্রুত এলাকা ত্যাগের জন্য রাস্তায় বেরিয়ে আসে।
দ্রুত ডাকাতির কাজ সারতে গিয়ে তারা ব্যাগের বদলে অর্থগুলো জ্যাকেট আর প্যান্টের পকেটে রাখে। কিন্তু ডাকাতির অর্থ ব্যাগে না নিয়ে যে কি ভুল করেছিল তার প্রমাণ কিছুক্ষণের মধ্যেই পেয়ে যায়!
ডাকাতেরা এজেন্সি থেকে বেরিয়ে পালানোর সময়েই বাঁধে যত গণ্ডগোল। দমকা হাওয়ায় হঠাৎ এক ডাকাতের পকেট থেকে বের হয়ে উড়তে থাকে ব্যাংক নোট। অপ্রস্তুত ডাকাত উড়ে যাওয়া নোটগুলো ধরার চেষ্টা করলেও তাদের মনে কাজ করছিল আতঙ্ক। ফলে অসংখ্য নোট বাতাসে উড়ে গেলেও পালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করে তারা।
ফলে ডাকাতির অর্থের খেদ মনে নিয়েই তারা স্থান ত্যাগ করে। পুলিশ এখনও সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের ধরার চেষ্টা করছে। কিন্তু তাদের সন্ধান মিলছে না। একারণেই ডাকাতদের ধরতে ভিডিওটি দেখিয়ে সবার সহযোগিতা চাওয়া চেয়েছে গ্রেটার ম্যানচেষ্টার পুলিশ।
এবিএন/জনি/জসিম/জেডি