বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে’
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য সুজন

‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে’

‘লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করাতে হবে’

বোদা (পঞ্চগড়), ২১ এপ্রিল, এবিনিউজ : পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন, শিক্ষার্থীদের লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চচাই মনোনিবেশ করাতে হবে। কারণ শিক্ষার্থীরা সুশিক্ষা গ্রহণ করে সমাজ, রাষ্ট্র, পরিবার ও দেশের ভূমিকা রাখবে।

তিনি আজ শনিবার বিকেলে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি আরো বলেন, দেশের জন্য তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীরা একেকটি পরিবারের একেক জন সন্তান আজকের ছাত্র হলেও আগামী প্রজম্মের এরাই কর্ণধার। এরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। সমাজ তাদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে তার পিতা-মাতা আর পরিবার-পরিজন।

এ্যাড. নুরুল ইসলাম বলেন, শিক্ষা অর্জন করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বা প্রফেসর, বিচারক, বড় মাপের নেতা, আইনজীবী, এমপি মন্ত্রী হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছেন, তিনি আওয়ামীলীগ সরকারকে শিক্ষাবান্ধন সরকার হিসেবে আখ্যায়িত করেন শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. ওয়াহিদুুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আশরাফুল আলম লিটন, পাথরাজ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. আমিনুর ইসলাম, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সাবুল প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্র্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে এমপি উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের টেকেরাপাহার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত