বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কালিহাতীতে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ

কালিহাতীতে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ

টাঙ্গাইল, ২১ এপ্রিল, এবিনিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশ আজ শনিবার দুপুরে উপজেলা হল রুমে কালিহাতী থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুদার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম।

আরো বক্তভ্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিহাতীর পৌর মেয়র আলী আকবর জব্বার, এলেঙ্গার নবনির্বাচিত পৌরমেয়র নূরে-এ-আলম সিদ্দিকী, বল্লার ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির ও সল্লা ইউপি চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য এবং কমিউনিটি পুলিশের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন।

এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত