বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আড়াইহাজারে প্রাথমিক শিক্ষা অফিসের চার কর্মকর্তাকে শোকজ

আড়াইহাজারে প্রাথমিক শিক্ষা অফিসের চার কর্মকর্তাকে শোকজ

আড়াইহাজারে প্রাথমিক শিক্ষা অফিসের চার কর্মকর্তাকে শোকজ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ), ২১ এপ্রিল, এবিনিউজ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের চার কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এরা হলেন এটিও আলী আকবর সিকদার, সোহাগ ভট্যাচার্য ও মোবারক হোসেন উচ্চমান সহকারি এবং শরীফুল ইসলাম সহকারি হিসাব রক্ষক।

জানা গেছে, দায়িত্বে অবহেলার কারনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (টিএও) রাফেজা খাতুন তাদের শোকজ করেন।

নাম না প্রকাশে অনিচ্ছুক এ অফিসেরই এক কর্মকর্তা বলেন, শোকজকৃত কর্মকর্তারা তাদের দায়িত্বে প্রতিনিতয়ই অবহেলা করে থাকেন। তারা অনেক সময় ঠিক সময়ে অফিসেই আসেন না। এতে শিক্ষা অফিসের কাজের ব্যাহত ঘটছে।

তিনি আরও বলেন, তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সব সময়ই উদাসহীন থাকেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাফেজা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা আমার অফিসীল ব্যাপারে আমি তাদের শোকজ করেছি।’

এবিএন/এম এ হাকিম ভূঁইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত