![দুপচাঁচিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/rally_abnews_136285.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ২১ এপ্রিল, এবিনিউজ : আজ শনিবার থেকে আগামী ২৬ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক ব্যাংকার আজিজুল হক।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম, প্রধান সহকারী আফজাল হোসেন, তালোড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন, চামরুল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সোহরাব হোসেন, ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা লিটন কবিরাজ, সাহাব উদ্দিন প্রমুখ।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি