![সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই: জাতিসংঘ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/guteres_136289.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : সিরিয়ার চলমান সংকট নিরসনে সামরিকভাবে সমাধানের বিষয়টি নাকচ করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। সিরিয়ার দুমা শহরে কথিত রাসায়নিক হামলার অভিযোগে দেশটির সরকারি স্থাপনায় মার্কিন নেতৃত্বে ক্ষেপণাস্ত্র হামলার পর এ মন্তব্য করলেন তিনি।
আজ শনিবার গুতেরেস বলেন, "আমার মনে হয় আমাদের সবারই বোঝা উচিত যে সিরিয়ায় কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিকভাবে এই সংকটের সমাধান করতে হবে। আর সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আমাদেরকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবের ধারা অনুসরণ করতে হবে। সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে গঠনমূলক ও ইতিবাচক আলোচনার মাধ্যমেই কেবল চলমান মতানৈক্যগুলো দূর করা সম্ভব।"
তবে জাতিসংঘের প্রধান এও স্বীকার করছেন যে, সিরিয়ার সংকট নিরসনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে একই প্লাটফর্মে আনার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
সুইডেনের দক্ষিণ অংশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব মন্তব্য করেন গুতেরেস। জাতিসংঘে নিযুক্ত পেরুর রাষ্ট্রদূত এবং নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট গোস্তাভো মেজা কোয়াদ্রা বলেন, সিরিয়া বিষয়ে মতপার্থক্য কমিয়ে আনার জন্য এ বৈঠক কার্যকরি ভূমিকা পালন করতে পারে।
এবিএন/জনি/জসিম/জেডি