![গাইবান্ধায় নিরাপদ সড়ক চাই এর মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/gaibandha_abnews24 copy_136291.jpg)
গাইবান্ধা, ২১ এপ্রিল, এবিনিউজ : “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগানকে সামনে রেখে দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়কের বিভিন্ন দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার উদ্দোগে শহরের ১নং রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান সরকার মিলন, সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, সিনিয়ির যুগ্ম-আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন কাশেম, যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ মোহাম্ম¥দ মানিক মন্ডল, ফারহান শেখ, জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসানুল করিম লাছু।
আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর জেলা কমিঠির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন এর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আনিছ মোস্তাফা তোতন, ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি শামীম আল সাম্য, এ্যাডভোকেট আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম খান, এএস টিভির জেলা প্রতিনিধি কায়ছার প্লাবন, খান মো. সাইদ হোসেন জসীম, আমিনুল ইসলাম সরদার, লিয়াকত আলী লেলিন।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেন্স বিহীন গাড়ি চলাচল বন্ধ, শহরের গুরুত্বপুর্ন সড়কে ট্রাফিক নজরদারি বাড়ানো, প্রশিক্ষণবিহীন চালক দ্বারা গাড়ি চালানো বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি