![পরমাণু সমঝোতায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: ইরান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/iran_136292.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার যেকোনো সিদ্ধান্তের মোকাবেলায় তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে ওয়াশিংটন এ সমঝোতা থেকে বেরিয়ে গেলে তেহরানের পক্ষ থেকে তৎক্ষণাৎভাবে উপযুক্ত জবাব দেয়া হবে বলেও জানান তিনি।
পরমাণু সমঝোতা বাতিল করে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি তিনি আজ শনিবার বলেন, এ সমঝোতার ব্যাপারে ওয়াশিংটনের পক্ষ থেকে যেকোনো সিদ্ধান্তই নেয়া হোক না কেন এর জবাবে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে সে ব্যাপারে ইরান আগেই ঠিক করে রেখেছে।
রুহানি বলেন, "আমরা কয়েক মাস ধরেই এ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে এ ব্যাপারে আমরা কোনো সমস্যায় পড়ব না।"
প্রেসিডেন্ট রুহানি বলেন, শত্রুরা প্রত্যাশা করুক আর না করুক যেকোনো পরিস্থিতিতে আমাদের সুষ্পষ্ট কৌশল রয়েছে এবং আমরা সেগুলো খুব দ্রুতই বাস্তবায়ন করব।
এবিএন/জনি/জসিম/জেডি