![ইউরোপা লীগের ট্রফি চুরি!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/europa-league_136296.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : মেক্সিকোতে জনসমক্ষে প্রদর্শনের পর চুরি হয়ে যায় ইউরোপা লীগের ট্রফি। তবে চুরি হবার কয়েক ঘন্টা পর শনিবার সেটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গুয়ানাজুয়াটো প্রদেশ কর্তৃপক্ষ।
শুক্রবার রাতে লিওন ফুটবল স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শন করার পর সেটি একটি গাড়িতে করে নিয়ে যাবার সময় চুরি হয়ে যায়। গুয়ানাজুয়াটো পাবলিক প্রসিকিউটার এক টুইট বার্তায় বলেন, ‘খবর পেয়ে পরিবহনের সময় গাড়ি থেকে ট্রফিটি আমরা সেটি উদ্ধার করেছি।’ এসময় ট্রফির একটি ছবিও টুইটারে প্রকাশ করা হয়।
তবে ট্রফিটি কে বা কারা চুরি করেছিল, কোত্থেকে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কাউকে চিহ্নিত করা হয়েছে কিনা- সে বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানানো হয়নি। ইউরোপীয় ফুটবলের পরিচালনা সংস্থা উয়েফার পৃষ্ঠপোষকতায় মেক্সিকোতেএই ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
এবিএন/জনি/জসিম/জেডি