বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ওয়েঙ্গার হতে পারেন পিএসজির কোচ: এমেরি

ওয়েঙ্গার হতে পারেন পিএসজির কোচ: এমেরি

ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : আগামীতে আর্সেন ওয়েঙ্গার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রধান কোচ হবেন বলে মনে করেন ক্লাবটির বর্তমান কোচ উনাই এমেরি। গতকাল শুক্রবার ওয়েঙ্গারের আর্সেনাল ছেড়ে দেবার ঘোষণা আসার পর থেকেই সকলের মধ্যে হতাশা নেমে আসে। চলতি মৌসুম শেষে আর্সেনাল ছেড়ে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন দীর্ঘ ২২ বছর ক্লাবটির কোচের দায়িত্ব পালন করা এই ফরাসি।

যেহেতু ৬৮ বছর বয়সি ওয়েঙ্গারের এখনো অবসর গ্রহণের কোন ইচ্ছা নেই। তাই তিনি হয়তো অন্য কোন ক্লাবের কোচের দায়িত্ব নেবেন। এমনও হতে পারে এমিরেটস স্টেডিয়াম ছাড়ার পর তিনি অন্য কোনও ক্লাবের দায়িত্ব নেবেন।

এদিকে আর্সেনালে ওয়েঙ্গারের পরিবর্তিত হিসেবে যে সব সম্ভাব্য কোচের নাম উঠে আসছে তাদের মধ্যে এমেরির নামও রয়েছে। অপর দিকে চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থতার কারণে মৌসুম শেষে পিএসজি বর্তমান কোচের পরিবর্তন আনবে বলেও ধারনা করা হচ্ছে।

সেভিয়ার সাবেক বস মনে করেন, প্রাক দেস প্রিন্সেসের দায়িত্ব নেয়ার মত যোগ্যতা ওয়েঙ্গারের রয়েছে। এক সংবাদ সম্মেলনে এমেরি বলেন, বিশ্ব ফুটবলে ওয়েঙ্গারের কোচিং একটি দৃষ্টান্ত। তিনি ক্রীড়াঙ্গনের প্রেরণা।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত