বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • ইংল্যান্ড সফরে তারুণ্য নির্ভর নিয়ে বড় কিছু আশা করছেন সরফরাজ

ইংল্যান্ড সফরে তারুণ্য নির্ভর নিয়ে বড় কিছু আশা করছেন সরফরাজ

ইংল্যান্ড সফরে তারুণ্য নির্ভর নিয়ে বড় কিছু আশা করছেন সরফরাজ

ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : আগামী মাসে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে কঠিন টেস্ট সিরিজে নিজের তারুণ্য নির্ভর ও অনভিজ্ঞ দল নিয়ে বড় কিছু আশা করছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

আগামী সোমবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান দল । আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার আগে কাউন্টিতে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান। আইরিশদের বিপক্ষে ডাবলিনের টেস্টটি শুরু হবে ১১ মে।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। লর্ডসে ২৪ মে এবং লিডসে ১ জুন থেকে শুরু হবে টেস্ট দু’টি। টেস্ট সিরিজ দল ভালো করবে বলে আশাবাদি সরফরাজ।

লাহোরে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প শেষে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বড় এবং নতুন খেলোয়াড়দের নিয়ে আমি বেশ আশাবাদি। তারুণ্য নির্ভর এ দলটির ভাল দিক হচ্ছে-তারা বড় মঞ্চে পারফর্ম কারার জন্য উদগ্রীব থাকে।’

দুই সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান ও মিসবাহ উল হককে ছাড়াই এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। ইউনিস-মিসবাহ’র দুর্দান্ত নৈপুন্যে ২০১৬ সালের সফরে চার ম্যাচের সিরিজে ২-২ সমতায় শেষ করে পাকিস্তান। কিন্তু গেল বছরের মে মাসে অবসর নেন দু’জনই।

সরফরাজ বলেন, ‘ইংল্যান্ড সফর সব সময়ই কঠিন। ২০১৬ সফরে আমরা জুন মাসে ম্যাচ খেলেছি। কিন্তু এবার কিছুদিন আগে শুরু করছি। অবশ্যই এটি কঠিন হবে। অবশ্যই আমরা দলের সেরা দুই সিনিয়র খেলোয়াড়কে মিস করবো এবং আমরা অনভিজ্ঞ একটি দল।’

পাকিস্তান দলে এবার পাঁচ ক্রিকেটারের টেস্ট অভিষেক হতে পারে। ওপেনার ফখর জামান, ইমাম উল হক, ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিন এবং অলরাউন্ডার ফাহিম আশরাফ সীমিত ওভারের ম্যাচে খেললেও এখনো পাঁচদিনের ফরম্যাটে নামতে পারেননি। তবে প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদ আলি। সর্বশেষ ঘরোয়া আসরে সর্বোচ্চ ৯৫৭ রান করেছেন তিনি।

এবারের সফরে পাকিস্তানের জন্য বড় ধাক্ক হচ্ছেÑ নিতম্বে ইনজুরির কারণে দলের সেরা লেগ স্পিনার ইয়াসির শাহর নাম প্রত্যাহার করে নেয়া। এ বিষয়ে সফরফরাজ বলেন, ‘ফিট থাকলে ইয়াসির অবশ্যই সেরা একাদশে থাকতেন । তারপরও আমাদের দলে ভাল স্পিনার রয়েছে এবং সেরা পছন্দ শাহদাব খান।’

গেল বছর টেস্ট মর্যাদা পাওয়া পর নিজেদের ইতিহাসে প্রথম বড় ফরম্যাটের ম্যাচ খেলতে নামবে আয়ারল্যান্ড। তারপরও আয়ারল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ ভাবছেন সরফরাজ। তিনি বলেন, ‘ইংলিশ কাউন্টিতে তাদের বেশ কিছু খেলোয়াড় নিয়মিত খেলার কারণে দল হিসেবে তারা বেশ শক্তিশালী। তাই তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ম্যাচের প্রত্যাশা করছি।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত