শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধা, ২২ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

আজ রবিবার ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. আবদুল হামিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিএস ট্রাভেলস বাসের সামনের চাকার টায়ার ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী এক শিশু, বাসচালক, বাসযাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান ও ১৯ জন আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত