বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর জয়

ডি ভিলিয়ার্সের ঝোড়ো ব্যাটিংয়ে বেঙ্গালুরুর জয়

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : টানা দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সের মারকুটে ব্যাটিংয়ে তাদের দ্বিতীয় জয়টি এসেছে ৬ উইকেটে।

শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করে স্বাগতিকরা। যদিও শ্রেয়াস আয়ার ও রিশভ পান্তর ফিফটিতে দিল্লি ৫ উইকেটে ১৭৪ রান করে। দুজনকে পাল্টা জবাব দিয়ে সফল ছিলেন ডি ভিলিয়ার্স। তার ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে বেঙ্গালুরু।

এর আগে বেঙ্গালুরুর মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে দিল্লি ৫ উইকেটে তুলে ১৭৪ রান। সর্বোচ্চ ৮৫ রান করেন রিশভ পান্ত। ৪৮ বলে ৬ চার ও ৭ ছক্কায় সাজান ইনিংসটি। এ ছাড়া শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে আসে ৫২ রানে। দুজন তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন।

রিশভ ও শ্রেয়াশের ইনিংস আড়ালে চলে যায় ডি ভিলিয়ার্স কীর্তিতে। প্রোটিয়া ব্যাটসম্যান ১০ চার ও ৫ ছক্কায় ২৩০.৭৬ স্ট্রাইক রেটে ৯০ রানের ইনিংসটি সাজান। তাতেই জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর। ২৬ বলে ৩০ রানে সাজঘরে ফেরেন বিরাট।

ম্যাচসেরা হয়েছেন ডি ভিলিয়ার্সের হাতে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত