বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সৌদি রাজপ্রসাদের কাছে গোলাগুলি : ড্রোন ভূপাতিত

সৌদি রাজপ্রসাদের কাছে গোলাগুলি : ড্রোন ভূপাতিত

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : সৌদি আরবের রাজধানী রিয়াদের সংরক্ষিত এলাকায় রাজপ্রাসাদের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পা রিয়াদ পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, খুজাবা এলাকার নিরাপত্তা অঞ্চলে বাদশাহ সালমানের প্রাসাদের কাছে একটি অজ্ঞাত ছোট খেলনা ড্রোন চিহ্নিত করার পর সেটি ভূপাতিত করে নিরাপত্তাবাহিনী। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ৩০ সেকেন্ড ধরে প্রচণ্ড গোলাগুলি চলছে। এ ঘটনায় অনেকের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার ভয়ের সৃষ্টি হয়।

না প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, ঘটনার সময় সৌদি বাদশাহ সালমান প্রাসাদে ছিলেন না। তিনি দিরিয়ায় তার অবকাশযাপন কেন্দ্রে ছিলেন।

২০১৭ সালের অক্টোবরে জেদ্দার রাজপ্রাসাদে এক বন্দুকধারী ঢুকে পড়ে গুলি ছোড়া শুরু করলে অন্তত ২ নিরাপত্তা রক্ষী নিহত হন। আহত হন আরও ৩ জন। পরে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ২৮ বছরের সৌদি নাগরিক মনসুর আল আমরি বলে শনাক্ত করে। কালাশনিকভ রাইফেল ও ৩টি মলোটোভ বোমা নিয়ে সৌদি প্রাসাদে ঢুকে পড়েছিল মনসুর।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত