বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

এফএ কাপের ফাইনালে ম্যানইউ

এফএ কাপের ফাইনালে ম্যানইউ

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়েই ওয়েম্বলি ছাড়ে ম্যানইউ। টটেনহাম হটস্টারকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে হোসে মরিনহোর শিষ্যরা।

ম্যানইউর ফাইনালে প্রতিপক্ষ কে হচ্ছে তা ঠিক হবে আজ। চেলসি ও সাউদাম্পটন আজ মাঠে নামছে দ্বিতীয় সেমিফাইনালে। বিজয়ী দল খেলবে ১৮ মের ফাইনালে। এফ এ কাপে ম্যানইউর জয়ের রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৯ বার ফাইনাল খেলে ১২ বারই জিতেছে রেড ডেভিলরা।

শেষ চারে টানা ব্যর্থতা ঘোঁচানোর লক্ষ্যে নামা টটেনহ্যাম একাদশ মিনিটে ডেলে আলির গোলে শুরুটা করেছিল দারুণ। ডান দিক থেকে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলমুখে বাড়ানো ক্রসে বল জালে জড়াতে একটা টোকারই দরকার ছিল।এফএ কাপের ফাইনালে ম্যানইউ

২৪তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। বাঁ-দিক থেকে পল পগবার ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন জানুয়ারিতে আর্সেনাল থেকে আসা চিলির ফরোয়ার্ড সানচেস।

৬২তম মিনিটে আন্দের এররেরার গোলে এগিয়ে যায় ইউনাইটেড। সানচেসের পাসে ঠিকমতো পা লাগাতে পারেননি রোমেলু লুকাকু। তবে আলগা বল পেয়ে জোরালো নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত