![বায়ার্নের জয়ের দিনে লেভানদোভস্কির রেকর্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/bay_136316.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : বুন্দেসলিগায় হানোভারকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে আগেই শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ। দলের সহজ জয়ের দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন রবের্ত লেভানদোভস্কি।
শনিবার জার্মানির শীর্ষ লিগে পয়েন্ট তালিকার নিচের দিকের দলটিকে ৩-০ গোলে হারিয়েছে টানা ৬ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের সবগুলো গোলই হয় বিরতির পর। ৫৭তম মিনিটে হুয়ান বার্নাতের কাট-ব্যাকে ভলি করে দলকে এগিয়ে দেন টমাস মুলার। ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোভস্কি। চলতি লিগে এটা তার ২৮তম ও বুন্ডেসলিগায় সব মিলিয়ে ১০৫তম গোল। প্রতিযোগিতাটির ইতিহাসে যা কোনো এক দলের হয়ে বিদেশি কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পোল্যান্ডের স্ট্রাইকারের এটা ১৫০তম গোল। ৮৯তম মিনিটে জেবাস্টিয়ান রুডির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুপ হাইনকেসের দল।
৩১ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৭৮।
এবিএন/সাদিক/জসিম