![অ্যালবিওনের বিপক্ষে লিভারপুলের হোঁচট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/liverpool_136317.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : ইংলিশ প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন মোহামেদ সালাহ। তবে মিসরীয় এ রোয়ার্ডের দারুণ কীর্তি ছোঁয়া ম্যাচে তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে হোঁচট খেয়েছে লিভারপুল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। তৃতীয় মিনিটে সাদিও মানের ক্রস ৬ গজ বক্সের মুখে জর্জিনিয়ো ভিনালডাম নিয়ন্ত্রণে নিলেও শট নেননি। ছুটে এসে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ড্যানি ইঙ্গস।
৭২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। অ্যালেক্স-অক্সলেড চেম্বারলেইনের পাস ডি-বক্সে ধরে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে এবারের লিগে ৩১তম গোলটি করেন মিশরের এই ফরোয়ার্ড। এটি ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল। অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেস ও ক্রিশ্চিয়ানো রোনালদোও ৩১টি করে গোল করেছিলেন।
৭৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার জেইক লিভারমোরের গোলে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। আর ৮৮তম মিনিটে স্কোরললাইনে সমতা টানেন ভেনেজুয়েলার স্ট্রাইকার সলোমন।
৩৫ ম্যাচে ২০ জয় ও ১১ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৮৭। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এবিএন/সাদিক/জসিম