বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

যোগ্যদেরই মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী: দোলন

যোগ্যদেরই মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী: দোলন

ফরিদপুর, ২২ এপ্রিল, এবিনিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা যোগ্য তাদেরকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন।

গতকাল শনিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের পার আশাপুর গ্রামের মোহাম্মদ শামসুর রহমানের বাড়িতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামীতে ক্ষমতায় আসতে হলে ১৫১টি আসনে আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তাকেই মনোনয়ন দেবেন যিনি জনগণের আশা-আকাক্সক্ষা পূরণ করতে পারবেন। আপনারা লক্ষ্য করেছেন, ইতোমধ্যে নেত্রী বলেছেন, সারা বাংলাদেশে যারা যোগ্য এমন ব্যক্তিদেরই আগামীতে মনোনয়ন দেয়া হবে।’

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দোলন বলেন, ‘দিনের পর দিন, মাসের পর মাস নিজেকে বলেছি, সিদ্ধান্ত নিয়েছি আমি আরিফুর রহমান দোলন আপনাদের চাকর হতে চাই, ভৃত্য হতে চাই। আমি নেতা হতে চাই না। আমি আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের এই অঞ্চলের অবহেলা ও বঞ্চনা ঘোচাতে কাজ করতে চাই।’

দোলন বলেন, ‘আমি যদি আপনাদের ভৃত্যই না হতে পারি তাহলে কীভাবে আপনাদের সেবা করব।’ তিনি বলেন, ‘ইদানীং লক্ষ্য করছি জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর জনগণের সঙ্গে মনিবের মতো আচরণ করে। তারা মনিবের মতো আচরণ করলে কীভাবে জনগণের সেবা করবে। জনগণের সেবা করলে তাকে ভৃত্য হতে হবে। মনিব হলে চলবে না।’

তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধিদের নানা সুবিধা ও অর্থকড়ি দেয়া হয় জনগণের সেবা করার জন্য। তাদেরকে যে টাকা দেয়া হয় এটাও জনগণের ট্যাক্সের টাকা। কিন্তু সেই টাকাও আমরা আনতে পারছি না, অথচ সরকার দিতে চাচ্ছে।’

আরিফুর রহমান বলেন, ‘একজন জনপ্রতিনিধিকে কোটি টাকার গাড়ি, মাসে লাখ টাকার সুবিধা দেয়া হয় তারা জনগণের সেবা করবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, জনপ্রতিনিধিরা এগুলো করছেন না। করলে এখানকার মানুষ উন্নয়ন বঞ্চিত থাকত না।’

এবিএন/কে এম. রুবল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত