শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে শেরপুরে সাজসাজ রব

স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে শেরপুরে সাজসাজ রব

স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে শেরপুরে সাজসাজ রব

শেরপুর (বগুড়া), ২২ এপ্রিল, এবিনিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ নাসিম আজ রবিবার বগুড়ার শেরপুরে আসছেন।

শেরপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করবেন। পরে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন সফল করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শেরপুর শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে কোনো স্থাপনার দিকে তাকালে চোখে পড়বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে দেয়াল লিখন। সেই দেয়াল লিখনে ফুটে উঠেছে নান্দনিকতার ছাপ।

এছাড়া শহর সেজে উঠেছে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায়। আর এর সবকিছুই হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আগমনকে ঘিরে। তাকে বরণ করে নিতেই এই আয়োজন। এছাড়া পুরো এলাকাজুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সাঁটানো হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আজকের আয়োজন সফল করতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১ টায় শেরপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করে বিকেলে মহিপুর হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে ইতোমধ্যে সাজ সাজ রব পড়ে গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মধ্যে।

মন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে নানা ধরনের কর্মসূচি পালন করছেন শেরপুর উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষ্যে আমাদের সকল ধরণের প্রস্তুতি রয়েছে।

শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো বলেন, বর্তমান সরকার উন্নয়ণের সরকার। আর এ উন্নয়ণের অংশীদার দেশের সকল নাগরিক। এ জন্য আমরা চাই জনসভায় দলীয় লোকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে।

এইজন্য শেরপুর উপজেলা যুবলীগ প্রতিটি ইউনিয়ণের পাড়া মহল্লায় ব্যাপক জনসংযোগ করেছে।

এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত