![গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪: আহত ১৯](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/gaibandha-abnews_24_136326.jpg)
গাইবান্ধা, ২২ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে।
আজ রবিবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বকচর আলু স্টোর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আবদুল হামিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জাভা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বকচর আলু স্টোরের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শিশুসহ চারজন নিহত ও ১৯ জন আহত হয়। সংঘর্ষে বালুবোঝাই ট্রাকটির সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়। তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্মল