লালপুর (নাটোর) , ২২ এপ্রিল, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত যুবক নবীনগর গ্রামের আনছার আলীর ছেলে এজাজুল করিম (২২)। সে পাবনা পলিটেকনিক্যালের সিভিল শাখার ৩য় বর্ষের ছাত্র ছিল।
সুত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিজ ঘর ঘুমাতে যায় এজাজুল। আজ রোববার সকালে তার বাড়ির লোকজন ডাকাডাকি করলে ঘর খোলে না এজাজুল। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকলে এজাজুলকে তীরের সাথে গলায় গামছা পেচানো অবস্থায় ঝুলতে দেখে বাড়ির লোকজন।
লালপুর থানা ওসি আবু ওবায়েদ জানান, যুবকের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন বলা সম্ভব হবে।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর