![বিকেলে মাঠে নামছেন সাকিব, রাতে মোস্তাফিজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/sakib-mustafiz_136347.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। হায়দ্রাবাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। অন্যদিকে দিনের আরেক খেলায় মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রবিবার জয়পুরে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।
সাকিব আল হাসান দুটি মাইলফলকের খুব কাছাকাছি অবস্থায় থেকে শুরু করেছিলেন চলতি আইপিএলে খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম এ পারফর্মার ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক। কিন্তু ৩০০ উইকেট থেকে মাত্র ১ উইকেট দূরে অবস্থান করছেন সাকিব। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছোঁয়া হয়নি রেকর্ডটি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ঘরের মাঠে কি পারবেন তিনি?
প্রথম ৩ ম্যাচের প্রতিটিই জিতেছিল হায়দ্রাবাদ। মূলত বোলিং শক্তির ওপর ভিত্তি করেই এসেছে জয়। সাকিব-রশিদ খান-ভুবনেশ্বর কুমারের সমন্বয়ে টুর্নামেন্টে সেরা বোলিং এই দলটিরই। এখন পর্যন্ত তারা গড়ে ওভারপ্রতি ৭.৫৪ রান দিয়েছে। তবে সর্বশেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ছন্দপতন হয়েছে হায়দ্রাবাদের। ক্রিস গেইলের সেঞ্চুরিতে ভর করে সাকিবদের ১৫ রানে হারিয়েছে পাঞ্জাব। আর গেইল স্বরূপে থাকলে যা হয়, কোন বোলারই তাদের কাজটি করতে পারেন না। সাকিবও ২ ওভার বল করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ফলে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের ডাবল স্পর্শ করতে অপেক্ষা বাড়ছে এ বাঁহাতির।
এখন পর্যন্ত চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলেছে মুম্বাই। জিতেছে মাত্র একটিতে। প্রথম ৩ ম্যাচেই হেরেছে মোস্তাফিজের দল। হারলেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ম্যাচগুলোতে। ৩টিতেই মুম্বাই হেরেছিল শেষ ওভারে। ২টিতে ম্যাচ গড়িয়েছিল শেষ বল পর্যন্ত। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর বিপক্ষে শেষ ম্যাচে দাপুটে জয়ই পেয়েছে মোস্তাফিজের দল। ২১৩ রানের পাহাড়ে উঠে ৪৬ রানে হারিয়েছে প্রতিপক্ষকে। দল হারলেও প্রথম তিন ম্যাচেই দারুণ বল করে ৫ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। তবে যে ম্যাচে দল জিতেছে সে ম্যাচে তার পারফরম্যান্স খারাপ ছিল। তিনিও চাইবেন রাজস্থানের বিপক্ষে চেনা রূপে ফিরতে।
মুম্বাইয়ের এক জয়ের বিপরীতে এখন পর্যন্ত ৫ ম্যাচে দুই জয় পেয়েছে রাজস্থান। তবে দলটি বলার পারফরম্যান্স করতে পারেনি সেভাবে। তাদের প্রথম জয়টি এসেছিল ডি/এল মেথডে। বেঙালুরুর বিপক্ষে দলটি ২১৭ রানের পাহাড়ে উঠেছিল। জিতেছিল ১৯ রানে। এখন পর্যন্ত রাজস্থানের স্মরণীয় জয় এটিই।
এবিএন/সাদিক/জসিম