![আফগানিস্তানে সংঘর্ষে নিহত ১১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/afgan_136353.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে সংঘর্ষে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সম্পর্কিত ১০ জঙ্গিসহ মোট ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া ৯ আইএস জঙ্গি ও দুই নিরাপত্তা সদস্য আহত হয়েছে।
আজ রবিবার স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
প্রদেশিক পুলিশের উপপ্রধান কর্মকর্তা আব্দুল হাফিজ খাশি বলেন, শুক্রবার জেলা সদর দারজাবের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে আইএস জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
উভয়পক্ষে কয়েক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য ও ১০ আইএস যোদ্ধা নিহত হয়েছে।
এবিএন/সাদিক/জসিম