শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৩

সিরাজগঞ্জ, ২২ এপ্রিল এবিনিউজ: সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক সিএনজি চালিত অটোরিক্সাযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন অটোরিক্সা যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর দিয়ার বৈদ্যনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দির বাসিন্দা। আহতরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী গ্রামের আশরাফ আলী (৪০), শিয়ালকোল ইউনিয়নের সারটিয়া গ্রামের কামাল (৪২) ও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মোহাম্মদ আলী (৪৫)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, নলকা থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌছলে বিপরতী দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচরে যায়। আহত হন চার যাত্রী। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত