রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
নীতিমালা লংঘন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ায়

পীরগঞ্জে ২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পীরগঞ্জে ২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) , ২২ এপ্রিল, এবিনিউজ : নীতিমালা লংঘন করে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেওয়ায় ঠাকুরগাওয়ের পীরগঞ্জে সরকাররী প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারে বরাবরে আবেদন করা হয়েছে। রোববার দুপুরে শহরের মুন্সিপাড়া মহল্লার আজিজুল হক এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ এপ্রিল পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দক্ষিন বথপালিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলেমান আলী এবং শাটিয়া আদর্শ সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দীন অংশ নেন এবং সোলেমান আলী নির্বাচিত হয়েছেন।

অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে স্মারক নং- প্রাশিঅ/ওএম/৩৯/বিদ্যা-ঢাকা/২০১১/৩৫/৬০০, তারিখ ৩০ জানুয়ারী ২০১৪ পত্রানুযায়ী সরকারি এবং নব ঘোষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক অন্য কোন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বা সভাপতি পদে নির্বাচন করতে পারবেন না বা ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য হওয়ার সুযোগ নেই মর্মে উল্লেখ রয়েছে ।

এছাড়া নির্বাচনে তাদের অংশ গ্রহন করাটা সরকারী কর্মচারী আচরণ বিধি ১৯৭৯ এর পরিপন্থী।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/ বিষ্ণুপদ রায়/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত