![বড়াইগ্রামে ডাকাতের ছুরিকাঘাতে গৃহবধু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/churikaghat@abnews_136359.jpg)
বড়াইগ্রাম (নাটোর) , ২২ এপ্রিল, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে ডাকাতের ছুরিকাঘাতে আহত গৃহবধু নারগিস বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উপজেলার মাঝগাঁও গ্রামের রেজাউল করিমের বাড়িতে গত শনিবার ভোররাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় নারগিস বেগম।
জানা যায়, মাঝগাঁও গ্রামের কৃষক রেজাউল করিম বাড়িতে পাঁকা ঘর নির্মাণ শুরু করেছেন। শনিবার ভোররাতে ৪/৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে গিয়ে কাঠের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তার ঘরে রক্ষিত নগত দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতেরা।
এগুলো নেওয়ার সময় রেজাউল করিমের স্ত্রী বাধাদিলে তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রেজাউলের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মারা যান নারগিস বেগম।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, এ বিষয়ে দুপুরে রেজাউল করিম অভিযোগ করতে এসেছিলেন। তার কাছে ঘটনার এতোটা সময় পরে থানাকে অবহিত করতে আসার কারন জানতে চাইলে অভিযোগ না করেই ফিরে যান তিনি। কথা বলার জন্য রেজাউল করিমের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/নির্ঝর