বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে ৩ লক্ষ টাকা ছিনতাই: গ্রেফতার ১

লালমনিরহাটে ৩ লক্ষ টাকা ছিনতাই: গ্রেফতার ১

লালমনিরহাট, ২২ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা বৈশাখী হোটেল মালিকের ৩ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় হোটেলের মালিক মহির উদ্দিনসহ দুই জন আহত হয়েছে। শনিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা কাউন্সিল পাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ রোববার দুপুরে জাহিদ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেলের মালিক ও টংভাঙ্গা এলাকার আব্দুল গফুরের পুত্র মহির উদ্দিন হোটেল থেকে রিক্সা যোগে বাড়ি যাচ্ছিল। ওই সময় কয়েক জন ছিনতাইকারী গতিরোধ করে তার কাছে থাকা ৩ লক্ষ টাকা ছিনতাই করে নেয়। এতে বাঁধা দিলে ছিনতাইকারীরা হামলা চালায়। ওই হামলায় মহির উদ্দিন ও রিক্সা চালক নজরুল ইসলাম গুরুত্বর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে প্রথমত হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর ডক্টর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার দুপরে ওই উপজেলার দঃ গড্ডিমারী গ্রামের আবুল হোসেনের পুত্র জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারকৃত জাহিদ হোসেনের পরিবার দাবি করেছেন, ওই ছিনতাইয়ের ঘটনার সাথে জাহিদ হোসেন জড়িত নয়। তাকে ফাসাঁনো হচ্ছে।

হাতীবান্ধা থানার ওসি উমর ফারুক জানান, পুরো ঘটনাটি তদন্ত করার পাশাপাশি অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত