শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভালুকায় প্রাইভেট ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ভালুকায় প্রাইভেট ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ভালুকায় প্রাইভেট ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ভালুকা (ময়মনসিংহ), ২২ এপ্রিল এবিনিউজ: আজ রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের নিশিন্দা বিএসবি মিলের সামনে প্রাইভেটকার-কাভার্টভ্যানের মাঝে সংঘর্ষে অবসর প্রাপ্ত এক শিক্ষক ঘটনাস্থলেই ও হাসপতালে নেয়ার পথে তাঁর ছেলে ও প্রাইভেট কার চালকসহ তিনজন নিহত হয়েছে। নিহতের দুই ছেলে আহত হয়েছেন। আহতদেরকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।ভালুকায় প্রাইভেট ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-ক-০২-০৯৪১) একইগামী অপর একটি কাভার্টভ্যান (ঢাকা-মেট্রো-১১-৪২৯৫)এর পেছনে গিয়ে ধাক্কা লাগে। এতে কাভার্টভ্যানটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে যায়। প্রাইভেট কারটির সামনের অংশ ধুমরে মুচরে যায়।

ঘটনাস্থলেই আব্দুল কাদের মাস্টার নামে এক নিহত হন এবং তার ছেলে জুয়েল,প্রাইভেটকার চালক সাগরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারাযান। দুর্ঘটনায় নিহত আব্দুল কাদের দুই ছেলে বাছির ও বিপ্লব গুরুতর আহতস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাইভেটকারটি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

নিহত আব্দুল কাদের উপজেলার জামিরদিয়া এলাকার বাসিন্দা তিনি হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে। তাঁরা মামলার হাজিরাদেয়ার জন্য প্রাইভেটকার যোগে ময়মনসিংহ যাচ্ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে গাড়ি কেটে উদ্ধার করেছি এবং আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কা জনক।

এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত