বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সদরপুরে বিদ্যুৎ লাইন বহাল রাখার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

সদরপুরে বিদ্যুৎ লাইন বহাল রাখার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

সদরপুরে বিদ্যুৎ লাইন বহাল রাখার দাবিতে গ্রাহকদের মানববন্ধন

সদরপুর (ফরিদপুর), ২২ এপ্রিল এবিনিউজ: ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎ লাইন বহাল রাখার দাবিতে হাজার হাজার গ্রাহক রাস্তার নেমে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার মেইন রোডে পল্লী বিদ্যুৎতের কাছে চলমান সঞ্চালন লাইন হস্তান্তর না করার দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করে ওজোপাডিকো’র গ্রাহকরা।

প্রতিবাদ ও মানববন্ধনের সভাপতিত্ব করেন গ্রাহক ও ৭নং সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা বর্তমান ওজোপাডিকো লিমিটেড এর অধীনে ভালোভাবে সর্বদা বিদ্যুৎ সেবা পাচ্ছি। আমাদের কোনো সমস্যা হলে তাৎক্ষনিক তাদের সহযোগিতা চাইলে তারা দ্রুত ব্যবস্থা নেন। আবাসিক প্রকৌশলী অধিদপ্তর আমাদের নিকট থাকায় আমরা সহসাই যোগাযোগ করতে পারি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী,এলজিইডি মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন,ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদনসহ দাবী করছি যেনো আমাদের এ বিদ্যুৎ পল্লী বিদ্যুৎতের অধীনে না নেওয়া হয়।

ওজোপাডিকো গ্রাহক সৈয়দ নূরে আলম পাইলট বলেন, আমরা কৃষক। আমাদের ফসল ফলানের জন্যে বিএডিসি এর অধীনে গভীর নলকূপ রয়েছে। হাজার হাজার বিঘা জমিতে ইরি,বোরো ধানের চাষ হয়। আমরা ভালোভাবে বিদ্যুৎ পেয়ে থাকি। পল্লী বিদ্যুৎ এর ভোল্টেজ, সরবরাহ ও গ্রাহক সেবার মান ভালো নয়। এছাড়াও তাদের অধীনে থাকা এলাকায় অনেক সময় জেনারেটর ব্যবস্থা করতে হয়। এতে তেলের খরচ অনেক হওয়ার কারনে কৃষকের ফসল উৎপাদন খরচ বেড়ে যায়।

গ্রাহক লিচু তালুকদার বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি যেনো আমাদের এই বিদ্যুৎ থেকে পল্লী বিদ্যুৎ এ না নেওয়া হয়। গ্রাহক বোরহান খান জানান, আমরা ওজোপাডিকো’র অধীনে ভালোভাবে বিদ্যুৎ সেবা পাচ্ছি। পল্লী বিদ্যুৎতে নেওয়া হলে আমরা আন্দোলনে যাবো। গ্রাহক মোঃ আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রীর নিকট দাবী আমাদের যেনো আলাদা না করা হয়। জানিনা কোন কালো থাবার জন্যে হঠাৎ এ সঞ্চালন লাইন পল্লী বিদ্যুৎ কে দেওয়া হবে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গ্রাহক পরিমল ভৌমিক জানান, সদরপুর বিদ্যুৎ সরবরাহের কোনো কমতি নেই। বিদ্যুৎ এর কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করতে পারি। কোনো ক্রমেই হস্তান্তর কাম্য নয়। গ্রাহক মোঃ সাব্বির হাসান জানান, আমাদের এলাকায় ওজোপাডিকো সঠিক ভাবে সেবা প্রদান করছে। যদি বিদ্যুৎ কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎতের অধীনে চলমান লাইন হস্তান্তর করে তাহলে সাধারণ গ্রাহকদের অনেক বড় ক্ষতি হবে। সদরপুর থেকে ফরিদপুরের কানাইপুর এলাকায় তাদের অফিস রয়েছে। একজন গ্রাহক সকালে বাড়ি থেকে বের হয়ে সারাদিন ওই অফিসে থাকতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রাহকদের।

জানাযায়,সদরপুর উপজেলার ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো)এর আওতাভুক্ত সঞ্চালন অঞ্চল হিসাবে সদরপুর,ভাষানচর,ঢেউখালীসহ ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ও মানিকদাহ মোট ৫টি ইউনিয়নে ১০হাজার গ্রাহক রয়েছে। আবাসিক প্রকৌশলী অধিদপ্তরে গ্রাহকদের কোনো বকেয়া বিল নেই। বিদ্যুৎ সেবার মান ভালো থাকার ফলে গ্রাহকরা তাদের বিল নিয়মিত পরিশোধ করে থাকেন। এ কারনে প্রতি বছর স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের অভিনন্দনপত্র দেয়।

আরও জানাযায়, সদরপুর আবাসিক প্রকৌশলীর অধিদপ্তরে বেসরকারী হিসাবে ২৫জন দিনমজুর রয়েছেন। তারা দিনরাত বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে নিয়োজিত থাকেন। ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন, তার টানা, বিদ্যুৎতে ঝুকিপূর্ন গাছের ডাল কাটা, গ্রাহকের সমস্যা দেখা শুনা করে থাকেন। সামান্য আয়ে চলে তাদের পরিবারগুলো।

দিন মজুর ও সেবাকর্মী উজ্জল মাতুব্বর জানান, আমরা প্রায়ই সময় গ্রাহকের বিদ্যুৎ সংক্রান্ত কাজ করে থাকি। ২/৩শ টাকা সারাদিনে পাই এতে আমাদের সংসার চলে। অন্যকোনো কাজ শিখিনি বিষয়টি নিয়ে হতাশার মধ্যে রয়েছি। আরেক কর্মী নিজাম হোসেন(২৮)জানান, আমি প্রায় ১৫বছর ধরে বিদ্যুৎ বিভাগে কাজ করছি। প্রতিদিনের আয় দিয়ে বৃদ্ধা মা বাবাসহ সন্তানদের নিয়ে অতিকষ্টে সংসার চালাই। এ লাইন যদি পল্লী বিদ্যুৎ নিয়ে যায় তাহলে আমরা কর্মহীন হয়ে না খেয়ে মারা যাবো।

এবিএন/সাব্বির হাসান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত