![কাউখালীতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/abnews-24.bbbbbbbb_136371.jpg)
কাউখালী (পিরোজপুর), ২২ এপ্রিল এবিনিউজ: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠিত হয়েছে। আজ রবিবার সকালে সমিতির কার্যালয়ে সভাপতি গ্রাম ডাক্তার জীতেন্দ্র নাথ পাল এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মাহফুজুর রহমান সভাপতি, মো. কামরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক, পুলক ঢালী (সহ-সম্পাদক), সুনিল রায় (সাংগঠনিক), মারুফ হোসেন (কোষাধ্যক্ষ) ও হেমায়েত উদ্দিনকে (দপ্তর সম্পাদক) করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য ১ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা