![ফারজান রুপার ওপর হামলায় উদ্বেগ প্রকাশ গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/gaibandha@abnews (2)_136372.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) , ২২ এপ্রিল, এবিনিউজ : ব্রিটেনে অবস্থানরত বাংলাদেশের সাংবাদিক ফারজার রুপার ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গাইবান্ধার বৃহত্তর সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম।
ফোরাম সভাপতি বাসদ আহবায়ক , বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান আজ রবিবার এক যৌথ বিবৃতিতে বলেন, কমনওয়েলথশীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য একাত্তর টেলিভিশনের প্রতিনিধি ফারজানা রুপা ব্রিটেনে অবস্থান করছেন।
গত বৃহস্পতিবার রির্পোট সংগ্রহের সময় একটি সন্ত্রাসী চক্র দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে রুপাকে হত্যার প্রচেষ্টা চালায় এবং ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে যায়। সাংবাদিক নেতারা ব্রিটেনের মত একটি সভ্য দেশে প্রকাশ্য দিবালোকে এ ধরনের সন্ত্রাসী ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন।
অন্যান্যের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, ফোরাম সহ-সভাপতি শাহ আলম সরকার সাজু , সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কালামানিক দেব, প্রচার ও সাহিত্য সম্পাদক বি কম শিখা দত্ত , কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন আকন্দ , নূর আলম আকন্দ , সাধারণ সদস্য মিজানুর রহমান প্রধান, আব্দুর রাজ্জাক , আলমগীর হোসেন , সাইদূল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এবিএন/ তাজুল ইসলাম প্রধান/জসিম/নির্ঝর