শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পেকুয়ায় সাগর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

পেকুয়ায় সাগর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার), ২২ এপ্রিল এবিনিউজ: কক্সবাজারের পেকুয়ায় সাগর থেকে পলিথিন মোড়ানো ভাসমান এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ওই নবজাতকের মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ রবিবার সকালে পেকুয়া উপজেলার মগনামা জেটি ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, সাগর থেকে মগনামা জেটি ঘাটের দিকে একটি পলিথিন ভেসে আসছে দেখে স্থানীয় লোকজন পলিথিনটি উদ্ধার করে কুলে নিয়ে আসে। পরে পলিথিন খুললে সেখানে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়।

তিনি আরো বলেন, সাগরে ভেসে আসা নবজাতকের মৃতদেহ পাওয়ার সংবাদ পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়। পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, মগনামা জেটি ঘাট থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এর কোন পরিচয় নেই তাই নবজাতকের মৃতদেহটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত