বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ইবি (কুষ্টিয়া), ২২ এপ্রিল এবিনিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভার্চুয়াল রুমে কলকাতার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ‘ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল ক্লিনিক ও টিস্যু কালচার’র উপর প্রবন্ধ উপস্থাপন করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন কুমার ভট্টাচার্য এবং ‘একাডেমিক কালচার এক্সকারসন এন্ড স্পোটর্স’ এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইন্টারন্যাশনাল প্রোগ্রামের ডিন শুভ্র মাইকেল গোমস।

সেমিনার শেষে প্রশ্নত্তোরপর্বে ভবিষ্যতে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রজেক্ট, প্রশিক্ষণ ও কনসালটেন্সিসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষক, ছাত্র-শিক্ষার্থী বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. আহসানুল হক আম্বিয়া, অধ্যাপক ড. মোঃ নজিবুল হক প্রমুখ।

সেমিনার শেষে প্রতিনিধিদল উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সাথে সাক্ষাৎ করেন। সেখানে সেমিনারে উপস্থাপিত মূল বিষয়গুলো আলোচনার মাধ্যমে তুলে ধরেন। এসময় উপাচার্য অধ্যাপক আসকারী দুই বিশ্ববিদ্যালেয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।

সেমিনারটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত