বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

টস জিতে বোলিংয়ে সাকিবদের হায়দরাবাদ

টস জিতে বোলিংয়ে সাকিবদের হায়দরাবাদ

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : আইপিএলে জয়ে ফেরার লক্ষ্যে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে আগে বোলিং নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হায়দরাবাদের সংগ্রহ ১০.২ ওভারে ২ উইকেটে ৫৯ রান।

হায়দরাবাদের একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে। বিদেশি ক্রিস জর্ডানের জায়গায় দলে ঢুকেছেন বিলি স্ট্যানলেক। চোটে পড়া শিখর ধাওয়ানের বদলে অভিষেক হয়েছে রিকি ভুঁইয়ের। আর চেন্নাইয়ে ইমরান তাহিরের জায়গায় খেলছেন আরেক দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি।

প্রথম তিন ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরেছে হায়দরাবাদ। সেই ম্যাচে বোলিংয়ে উইকেটশূন্য থাকলেও ব্যাট হাতে ১২ বলে ২ ছক্কা ও এক চারে অপরাজিত ২৪ রান করেন সাকিব।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত