![পার্বতীপুরে পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/dinajpur_abnews24 copy_136385.jpg)
পার্বতীপুর (দিনাজপুর), ২২ এপ্রিল এবিনিউজ: দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডে পাথর উত্তোলনের সময় খনির অভ্যন্তরে দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মধ্যাপাড়া খনি সুত্রে জানা যায়, গতকাল শনিবার আনুমানিক রাত সাড়ে ৮ টায় খনির অভ্যন্তরে দূর্ঘটনা ঘটে। এসময় খনি শ্রমিক মামুন (২৯) গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয় ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র অধীনে দীর্ঘদিন যাবৎ ওই শ্রমিক খনিতে কাজ করে আসছে। এসময় আরও দুই শ্রামিক আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে তারা বাড়ি ফিরে যায়। নিহত মামুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাখানপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে। খনির ভূ-গর্ভে খনি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে অবহিত করণ জোড়দার করার প্রয়োজন বলে শ্রমিকদের স্বজনদের অভিমত। উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এবিএন/এম.এ জলিল সরকার/জসিম/তোহা