বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
চেয়ারপার্সন উপদেষ্টা লালু

‘বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার ভয় পায়’

‘বিএনপির জনপ্রিয়তা দেখে সরকার ভয় পায়’

বগুড়া, ২২ এপ্রিল এবিনিউজ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে এ সরকার ভয় পায়। তাই তারা দেশনেত্রী খালেদা জিয়া’কে জেলে আটকে রেখেছে। এমনকি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন ও নির্যাতন করছে। তিনি আরো বলেন, বিএনপি বর্তমানে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ। খালেদা জিয়া ও তারেক রহমান কে ছাড়া বাংলাদেশের জনগন জাতীয় নির্বাচন চায় না। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান।

তিনি গতকাল শনিবার রাতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী’তে বগুড়ার গাবতলী মহিষাবানের বিভিন্ন বন্দরে লিফলেট বিতরনকালে সংক্ষিপ্ত পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আকতার রুমা, বিএনপি নেতা জুলফিকার হায়দার গামা, আব্দুল হান্নান,

আব্দুল্লাহেল বাঁকী, মতিউর রহমান মতি, আবু তালেব শাহীন, নুরুল ইসলাম, মজিবুর রহমান, আলমাছ হোসেন, আব্দুল লতিফ, আবু তাহের, ডাঃ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা লিটন, মজনু, লতিফ, মিন্টু, সোহাগ, রফিকুল, জাহিদুল, ঈমান, মোস্তা, পোটল, বুলবুল, মামুন, উজ্জল, ছাত্রদল নেতা লেমন, হযরত, হালিম, চঞ্চল, সুজা, মুন, বিপ্লব, মোক্তাদির, রাজ্জাক, লিটন, আসাদ, রিপন, রুহুল আমিন, মতি, সাদ্দাম, শাহীন, আক্কাস, সবুজ, মিল্টন, সাখিল প্রমূখ।

এবিএন/আল আমিন মন্ডল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত