![জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/oldest-person-dead_136389.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : জাপানী নারী নাবি তাজিমা ১১৭ বছর বয়সে মারা গেছেন। তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মনে করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তা শুশুমু ইয়োশিকিয়ো রোববার এ কথা জানিয়ে বলেন, নাবি তাজিমা ১৯০০ সালের ৪ আগস্ট জন্ম নিয়েছিলেন। তিনি শনিবার স্থানীয় সময় রাত আটটায় কাগুসিমা অঞ্চলের কিকাই আইল্যান্ডের একটি স্বাস্থ্য কেন্দ্রে মারা যান।
জাপানের সংবাদ মাধ্যম বলছে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে নাবি জাপানে সবচেয়ে প্রবীণ নারীর স্বীকৃতি পান।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে জ্যামাইকার নাগরিক ১১৭ বছর বয়সী ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে পারতেন।
ব্রাউনের মৃত্যুর পর গিনেস ওর্য়াল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নিয়ে গবেষণা করে। কিন্তু তারা নাবি তাজিমাকে এখনও এ ধরণের স্বীকৃতি দেয়নি। বরং গিনেস ওর্য়াল্ড রেকর্ড বুক গত ১০ এপ্রিল বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে জাপানের ১শ ১২ বছর বয়সের মাসাজো নোনাকাকে ঘোষণা দেয়।
কর্মকর্তারা জানান, শারীরিক দূর্বলতার কারণে গত জানুয়ারি থেকে নাবি একটি নাসিং হোমে ছিলেন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
এবিএন/জনি/জসিম/জেডি