রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

ইউজিসিতে মেডিকেল ই-রিসোর্সেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইউজিসিতে মেডিকেল ই-রিসোর্সেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : মেডিকেল প্রফেশনালদের মধ্যে মেডিকেল ই-রিসোর্সেস ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা আজ রবিবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি ডিজিটাল লাইব্রেরি (ইউডিএল) ও ওল্টার্স ক্লুয়ার যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর এবিএম আবদুল্লাহ, ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্ব ব্যাংক, বাংলাদেশ এবং রাজেশ কে সিং, ভাইস- প্রেসিডেন্ট, ওল্টার্স ক্লুয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আবদুর রেজ্জাক, সচিব (ভারপ্রাপ্ত), ইউজিসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মান্নান বলেন, বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করেছে। তিনি দেশের চিকিৎসাখাতে সেবার মান বাড়ানোর জন্য মেডিকেল প্রফেশনালদের সক্ষমতা বাড়ানো এবং দক্ষ মেডিকেল টেকনিশিয়ান তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসা বিজ্ঞানে গবেষণা অত্যন্ত ব্যয়বহুল উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবেলায় মেডিকেল প্রফেশনালদের প্রযুক্তিগত গবেষণা কর্মকা- পরিচালনা এবং কৌশল উদ্ভাবন করার ওপর আহবান জানান।

তিনি মেডিকেল প্রফেশনালদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং মেডিকেল শিক্ষায় গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আহবান জানান। তিনি বলেন মেডিকেল ই-রিসোর্সেস সহজে ব্যবহারের জন্য ইউজিসি অভিন্ন একটি প্লাটফর্ম তৈরি নিয়ে কাজ করছে।

সভাপতির ভাষণে প্রফেসর আখতার হোসেন বলেন, ইউজিসি ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা ৩৫ হাজারের অধিক গুণগত মানসম্পন্ন ই-রিসোর্স ব্যবহার করছে। ই-রিসোর্স ব্যবহার করে গবেষণা কর্মকা- পরিচালনা করলে দেশের স্বাস্থ্য খাত এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ই-রিসোর্স ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন ছিলেনমেডিকেল সংক্রান্ত গবেষণার প্রতিষ্ঠানের গবেষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত